চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এবং গতকালই ওয়ানডে ভেন্যু হিসাবে আত্মপ্রকাশ করল সিলেট। এটা সিলেট বাসীর জন্য অবশ্যই মর্যাদার। সিলেটে প্রথম ওয়ানডে আনন্দের সঙ্গে অনেকেই টিকেট কিনেন এবং গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন আবার অনেকেই টিকেট না পেয়ে টিভি স্যাটের সামনে খেলা দেখেছেন। কিন্তু এই টিকেটের অনেক অংশই চলে যায় কালো বাজারীদের হাতে। ১০০ টাকার টিকেট ১০০০ টাকার করে বিক্রি করে একেকজন ফেসবুকের মাধ্যমে। ১৫০ টাকার টিকেটের জন্য বিক্রি করা হয় ১৫০০ টাকা করে এবং ক্লাব হাউজের টিকেট তিন হাজার করে। অনেকেই টিকেট কিনতে না পেরে চড়া দামে টিকেট কিনেন কালোবাজারিদের কাছ থেকে।

গত ওয়ানডে ম্যাচে অনেকেই বেশি টাকা দিয়ে টিকেট কিনতে পারেন নি বলে মাঠে বসে খেলা দেখতে পারেন নি। অনেকেই হাহাকার করেন অনেকেই রাগে ক্ষোভে মন্তব্য করেন নিজেদের শহরেই যদি মাঠে বসে খেলা না দেখতে পারি তাহলে কি দরকার সিলেট ভেন্যুর? কি দরকার সিলেটে খেলা দেবার। এ দিকে ওয়ানডে শেষ হতেই চড়া দামে বিক্রি শুরু হয়েছে টি/২০ ম্যাচের টিকেট। ইতিমধ্যেই অনেকে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছেন ১৫০ টাকার টিকেট ১৫০০ টাকা লাগলে ইনবক্সে আউক্কা। লাগবনি টি টুয়েন্টির টিকেট একদাম ১৫০০ দামাদামি নাই লাগলে খইবা।
জয়নাল আবেদীন